খালেকুজ্জামান ইমন

খালেকুজ্জামান ইমন

খালেকুজ্জামান ইমন। জন্য ১৯৯৫ সালের ২৩ জুন গাজীপুরে। পিত্রালয় ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার বরভরা গ্রামে। পিতার পেশাসূত্রে জন্মের পর < বেশিরভাগ সময়ই কেটেছে গাজীপুরে। স্নাতক সম্মা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগ থেকে। এরপর দেশের একাধিক স্বনামধন্য বহুজাতিক কোম্পানিতে বিপণন বিভাগে কাজ করেছেন। স্নাতকোত্তর সম্পন্ন করেছেন যুক্তরাজ্যে এবং বর্তমানে সেখানেই কর্মরত আছেন। ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি ঝোঁক ছিল। কবিতা, ছোটগল্প, অণুগল্প এসবেই মূলত আগ্রহ বেশি। ইতিপূর্বে ম্যাগাজিনে এবং যৌথ প্রকাশনায় তার লেখা কবিতা, অনুগল্প, ছোটগল্প প্রকাশিত হয়েছে।
এবারই প্রথম প্রকাশিত হচ্ছে খালেকুজ্জামান ইমন একক কাব্যরস্থ।

খালেকুজ্জামান ইমন এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon